বলিউডে ২৭ বছর, মুখের কথা নয়৷ দেখতে দেখতে এতগুলো বছর মুম্বই নগরীতে সসম্মানে রাজত্ব করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান৷ গত ২৫ জুন বলিউডে তার এই ২৭ বছর সেলিব্রেট করলেন এসআরকে৷ আর ট্যুইটারে শেয়ার করলেন তাঁর সুপারবাইকের ছবি৷ সেই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে কিছু কথাও লিখলেন৷ এর চারদিন পরে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর রিপ্লাই করলেন শাহরুখের ট্যুইটে৷ মাস্টার ব্লাস্টার শাহরুখকে অভিনন্দন তো জানালেনই সেই সঙ্গে তাঁকে দিলেন গুরুত্বপূর্ণ কিছু ড্রাইভিং লেসনস্৷
সচিন লিখলেন, ‘ডিয়ার বাজিগর, ডোন্ট চাক ডি হেলমেট৷ ওয়্যার ওয়ান হোয়েন অন আ বাইক জব তক হ্যায় জান৷ কনগ্র্যাচুলেশনস অন কমপ্লিটিং টোয়েন্টি সেভেন ইয়ার্স! সি ইউ সুন, মাই ফ্রেন্ড৷’ হেলমেট পরা নিয়ে সচিনের এই গুরুত্বপূর্ণ ট্যুইটের জবাব দিতে দেরি করেননি বাদশাহ৷ তিনিও জবাবে লেখেন, ‘হেলমেট পরে অন ড্রাইভ, অফ ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ করা আপনার থেকে ভালো আর কে শেখাবে৷ আমি আমার নাতি-নাতনিদের জানাবো, আমি গ্রেট সচিনের থেকে ড্রাইভিং লেসনস পেয়েছি৷ ফিশ কারিতে শীঘ্রই দেখা হবে আমাদের, ধন্যবাদ’ ৷
এরপরে সচিন লেখেন, নিশ্চয় শাহরুখ, বিশ্বকাপের পরে ডিনার প্ল্যান করতে হবে৷ সুহানার গ্র্যাজুয়েশন এবং আশা করছি ভারতের জয়ে একসঙ্গে পার্টি করব৷
শাহরুখ-সচিনের এই কথোপকথনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ যা জায়গা করে নেয় সংবাদ মাধ্যমেও৷ একদিকে সচিন, অন্যদিকে শাহরুখ, দুই তারকার এই ডায়লগই এখন অন্যতম চর্চার বিষয় নেটিজেনরদের মধ্যে৷