ঢাকার রাস্তায় লকডাউনেও যানজট

0 0
Read Time:1 Minute, 52 Second

সরকারি ছুটির ৪৫তম দিনে এসে সড়ক মহাসড়কসহ ঢাকা ফিরতে শুরু করেছে আগের রূপে। মাঝে মাঝে দেখা যাচ্ছে যানজটও। দায়িত্বপালনেও কিছুটা ঢিমেতাল দেখা গেছে পুলিশ সদস্যদের মধ্যে।

সরকারি ছুটি বা অঘোষিত লকডাউনের দেড় মাসের মাথায় ফার্মগেটের চিত্র খুবই খারাপ। ঢাকা যেন ফিরেছে সেই চিরচেনা রূপে। পথে নামা মানুষ বলছেন, তাদের উভয় সংকটের কথা। বের হতে হচ্ছে জীবিকার তাগিদে আর ঘরে থাকা উচিত জীবন বাঁচাতে।

ঢাকার ভেতরে যখন এই দশা তখন নগরীর প্রবেশ মুখগুলোতেও নানা কৌশল নিচ্ছে মানুষ। অনেকে পণ্যবাহী ট্রাকে উঠে নামছেন চেকপোষ্টের কাছে। কিছুদূর হেঁটে আবারও ধরছেন অন্য গাড়ি। কখনো বা এক মাইক্রোবাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে চালক। আবদুল্লাহপুর, চন্দ্রা বা কাঁচপুর সব জায়গাতেই একই চিত্র। এই সুযোগে রেন্ট এ কার ও রাইড শেয়ারিং অ্যাপের চালকরা হাঁকছেন বাড়তি ভাড়া।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদেরও দেখা গেল ঢিমেতালে দায়িত্ব পালন করছেন তারা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, এই মানুষগুলো যেভাবে রাস্তায় নামছেন তাতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা আসলে সময়ই বলে দেবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %