ঢাকায় বিশ্বকাপ ট্রফি দেখতে যা করতে হবে

0 0
Read Time:3 Minute, 24 Second

২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি ৫১ দেশে পরিভ্রমণ করছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। আগামী ৮ জুন ৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আসছে খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি ৬.১৪২ কেজি ওজনের এই ট্রফিটি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন ঘুরে ট্রফিটি পরের দিন আর্মি স্টেডিয়ামে প্রদর্শনের জন্য রাখা হবে। ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই পুরস্কারটি সামনাসামনি দেখার সুযোগ পাবেন বাংলাদেশি ভক্তরা। তবে এজন্য কিছু শর্ত পূরণ হবে।

বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল স্পন্সর কোকাকোলা। তাদের সৌজন্যে এবারও ট্রফিটি বাংলাদেশে আসছে। ট্রফি ট্যুরের অংশ হিসেবে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। আর্মি স্টেডিয়ামে হতে যাওয়া এই কনসার্টের সময় ভোক্তা ও ভক্তরা অরিজিনাল ট্রফিটি দেখার সুযোগ পাবেন।

কনসার্টে অংশ নেওয়ার জন্য স্পেশাল বোতলের লেবেলের নিচে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য এবং বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য ভোক্তাদের ৪০০, ৫০০ ও ৬০০ মি.লি.-এর তিনটি ভিন্ন বোতল থেকে প্রাপ্ত তিনটি ইউনিক কোড অথবা ১ লিটার ও ১.২৫ লিটারের দুটি ভিন্ন বোতল থেকে প্রাপ্ত দুটি ইউনিক কোড দিতে হবে।

কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেছেন, ‘এ বছর ৫১টি দেশে অরিজিনাল ফিফা বিশ্বকাপ ট্রফিটি নিয়ে আসছি আমরা। বাংলাদেশের মতো একটি ফুটবলপ্রিয় দেশে মূল বিশ্বকাপের আগেই অরিজিনাল ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের আয়োজন করতে পারাটা আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়।’

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেছেন, ‘ক্রীড়া জগতের সুপরিচিত প্রতীকগুলোর একটি হলো ফিফা বিশ্বকাপ। এই ট্রফি ট্যুর আমাদের সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের কথা তুলে ধরার একটি সুযোগ করে দিচ্ছে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ট্রফি ট্যুরের আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত, ‘বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ফিফা বিশ্বকাপ একটি আবেগের জায়গা। বাংলাদেশে ট্রফি ট্যুরের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। সবার কাছ থেকে আমরা দারুণ ইতিবাচক সাড়া পেয়েছিলাম। নিঃসন্দেহে এবার এই সাড়ার মাত্রা আরও বহুগুণে বৃদ্ধি পাবে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *