ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ

0 0
Read Time:1 Minute, 32 Second

গাজীপুরের সালনা বাজার এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, সকালে সালনা বাজার এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি লাইন থেকে পড়ে যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। বগিটি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।। তবে উদ্ধার কাজ শেষ হতে কতো সময় লাগবে তা জানা যায়নি।

এদিকে উত্তরবঙ্গগামী এ রুটে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %