ঢাকা-কলকাতা রুটে ৪ আগস্ট থেকে দুটি ফ্লাইট চলবে ইউএস-বাংলার

0 0
Read Time:2 Minute, 10 Second

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কলকাতায় রুটে ৪ আগস্ট থেকে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। ধারাবাহিকভোবে আকাশপথে এ রুটে যাত্রী বৃদ্ধি পাওয়ায় ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা।

বর্তমানে প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যায় এবং কলকাতা থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

সংযোজিত নতুন ফ্লাইট ৪ আগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছেড়ে ঢাকায় রাত ৯টায় অবতরণ করবে।

ঢাকা-কলকাতা রুটের দুটি ফ্লাইট বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থার বিমান বহরে বর্তমানে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে। চলতি বছর আরো ৭টি এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা আছে ইউএস-বাংলার।

নিকট ভবিষ্যতে চট্টগ্রাম-কলকাতা ও ঢাকা-দিল্লী রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক প্রেসবিজ্ঞপ্তিতে ঢাকা-কলকাতা রুটে টিকেট রিজার্ভেশনের জন্য নিকটস্থ যেকোনো সেলস্ পয়েন্ট অথবা যেকোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *