রিফাত রাহুল খাঁন:ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আকর্ষণ কাজ করতো তরুণ প্রজন্মের অন্যতম কন্ঠশিল্পী অনন্যা আচার্য্য। ধীরে ধীরে বেড়েওঠা; গানের প্রতি আরও আকর্ষণ বাড়তে থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে অনার্স ২য় বর্ষে অধ্যয়ন করছেন তিনি। ভারত থেকেও গানের প্রশিক্ষণ নিয়েছেন। বাবা-মায়ের অনুপ্রেরণায় সংগীতভূবনের পথচলার পথ বেশ সুগম করেছে। আজ জন্মদিন তার জন্মদিন।
জন্মদিনে আজকের দিনটি কিভাবে কাটাবে জানতে চাইলে অনন্যা বলেন; আজ আমাদের হিন্দু ধর্মালম্বীদের শিবরাত্রি। তাছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারী। দুটোই আমার জন্মদিনকে আরও বিশেষভাবে স্পেশাল করে তুলেছে। সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছি ; ভীষণ ভালো লাগছে । “মায়াবতী” চলচ্চিত্র তে প্লে-ব্যাক করে ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন। আগামীতে দর্শকমহলে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চান।
ছবি: মুকুট রহমান