তানজিনা রুমার ‘তোমাকে প্রয়োজন’ গানটি প্রকাশিত

0 0
Read Time:3 Minute, 24 Second

শোবিজ ডেস্ক :একাধিক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চলচ্চিত্রে একাধিক হিট গান তার ঝুলিতে। তবে চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়ায় প্লেব্যাকও আগের মতো ব্যস্ততা নেই তার।তবে এবার এ শিল্পীর নতুন একটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে। যার মাধ্যমে প্রায় তিন বছর গান ভিডিওতে দেখা গেল রুমাকে। ‍রুমা বলেন, গান ভালো হলে মিউজিক ভিডিও ভালো হয়ে যায়। এ গানটি চমৎকার। বড়দিন উপলক্ষে গানটি প্রকাশ পেয়েছে। কথায় বলে শেষ ভালো যার, সব ভালো তার। বছরের শেষে এ গানটি প্রকাশ হয়ে আমার জন্য ভালো হয়েছে। গানটি ভালো হওয়ায় এসএস মিউজিক ক্লাব নিজ উদ্যোগে মিউজিক ভিডিও বানিয়ে প্রকাশ করেছে।তিনি জানান, চলতি বড় আয়োজনে তার দুটি গান আসবে। ইতোমধ্যে কিছু কাজ এগিয়েছে। বাকিটা চমক থাকুক।তানজিনা রুমার প্রকাশ হওয়া নতুন মিউজিক ভিডিওর নাম ‘তোমাকে প্রয়োজন’। গানের কথা লিখেছেন ও সুর করেছেন হায়দার, সংগীতায়োজন করেছেন ফুয়াদ নাসের বাবু। মিউজিক ভিডিও বানিয়েছেন ওসমান মির্জা। গানে তানজিনা রুমা ছাড়া আরও দেখা গেছে শিপন মিত্র ও বৃষ্টিকে।এখন অ্যালবামের গান কম করলেও শিল্পী তানজিনা রুমা টুকটাক প্লেব্যাকের পাশাপাশি স্টেজ শো বেশি করছেন। এই শিল্পী বলেন, সিনেমায় গাইতে বেশি পছন্দ করি। এমনও হয়েছে স্টেজ শো বাদ দিয়ে সিনেমায় গেয়েছি। এটা আমার বেশি ভালো লাগে।তানজিনা রুমা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়া শুরু করেন ২০০৪ সাল থেকে। দীর্ঘ পথচলায় গায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন দেশ এবং দেশের বাইরে। এখনও পর্যন্ত তানজিনা রুমার ছয়টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, সংখ্যায় হিসেব করলে ছয় শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া বেশ কিছু ছবির গান বেশ জনপ্রিয়।যেমন ‘হিটম্যান’ ছবির ‘দেখনা ও রশিয়া’, ‘রাজাবাবু’ ছবির ‘সেলফি’, ‘দুর্ধর্ষ প্রেমিক’ ছবির এসআই টুটুলের সঙ্গে ‘অন্তরে অন্তরে’ ইত্যাদি। এছাড়া ‘লাভ ম্যারেজ’, ‘জিদ্দি মামা’, ‘হিরো দ্য সুপারস্টার’ প্রভৃতি ছবির গানেও প্লেব্যাক করেছেন রুমা।আগামীতে আরো কয়েকটি বিগ প্রোডাকশনের ছবির গানে কণ্ঠ দেয়ার কথা চলছে বলে জানান তিনি।

ছবি: সংগৃহীত

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %