তানিন সুবাহ’র ‘জাস্ট ফ্রেন্ড’ আসিফ আলম

0 0
Read Time:1 Minute, 59 Second

শোবিজ ডেস্ক :সম্প্রতি কক্সবাজারে শেষ হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জাস্ট ফ্রেন্ডের শুটিং। এটি নির্মাণ করেছেন তরুন নির্মাতা আকাশ আমিন। আজিশা রহমান ইতির চিত্রনাট্যে শর্টফিল্মটিতে অভিনয় করেছেন তানিন সুবাহ, আসিফ আলম জিদান।পোস্ট বক্সের ব্যানারে নির্মিত এ শর্টফিল্মের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন কাজী সবুজ ও
চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সজিব খান।শর্টফিল্মটির গল্পে দেখা যাবে, তমা তার হাসব্যান্ড জিসানকে নিয়ে কক্সবাজারে যাবে হানিমুনে কিন্তু তমা তার বেস্ট ফ্রেন্ড সিমান্তকে সাথে নিয়ে নেয় কারন সিমান্তকে ছাড়া তমার তেমন কোথায় যায়না।
কিন্তু কক্সবাজারে বারেবার সীমান্তের চোখের সামনে তমা আর জিসানের ক্লোজলি রোমান্টিকতাকে মন থেকে মেনে নিতে পারছেনা, একদিন সন্ধ্যা বেলা কোলাহল থেকে একটু দূরে বিচের পারে সন্ধ্যা বেলায় জিসান আর তমাকে খুব ক্লোজলি দেখে সীমান্ত, তমা আর জিসানকে এই অবস্থায় অবস্থায় দেখে হয়ে সীমান্ত জিসান কে খুন করতে উদ্ধৃত হয়,আর এইভাবে গল্প এগিয়ে যায়।শহীদ খানের প্রযোজনায় নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি খুব শীঘ্রই আকাশ বিডি নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %