তারার মেলায় অনুষ্ঠিত হল ‘গ্র্যান্ড ওয়েডিং গালা অ্যান্ড গেট টুগেদার’

0 0
Read Time:5 Minute, 54 Second

শোবিজ ডেস্ক:রাজধানীর ওয়েস্টিন হোটেলে শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল ‘গ্র্যান্ড ওয়েডিং গালা অ্যান্ড গেট টুগেদার’ শীর্ষক অনুষ্ঠান। এটি আয়োজন করছে উইম্যান ক্যান।ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে শুক্রবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি বলেন, খুবই সুন্দর হয়েছে আয়োজনটি। আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুৃমী। অনুষ্ঠানে আয়োজকদের নিয়ে কেক কাটার পাশাপাশি স্টলও ঘুরে দেখেন তিনি। মৌসুমী বলেন, ব্রাইডাল নিয়ে এত সুন্দর আয়োজনে অতিথি হিসেবে আসতে পেরে ভালো লাগছে। এছাড়া র‌্যাম্পের মঞ্চে ওয়েডিং পোশাকে ছিলেন সংগীতশিল্পী কনাসহ অনেকে।সকাল ১০টায় রেজিস্ট্রেশন বুথ, ফুড কুপন-র‌্যাফেল ড্র ছাড়াও অনেক আয়োজনের মাধ্যমে শুরু হয় ‘গ্র্যান্ড ওয়েডিং গালা’। বলরুমে সাজানো ছিল নানা রঙের ডেকারেশনের স্টল। অনুষ্ঠানে মেববাব আ্যাসেসিয়েট পার্টনার এবং টাইটেল স্পন্সর হিসেবে ছিল ইউরোপিয়ান হেলথ সেন্টার ( ইডাব্লিউ ভিলা মেডিকা)।অনুষ্ঠানের আয়োজন নিয়ে মারিয়া মৃত্তিক বলেন, সকাল ১০ টায় উইম্যান ক্যানের সদস্যরা রেজিস্ট্রেশন করে। তারপর ১১টা থেকে মেন্টাল হেলথ এবং উইম্যান ক্যানের সদস্যরা তাদের জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। এরপর প্রধান অতিথি সাহারা খাতুন অনুষ্ঠানের উদ্বোধন করেন দুপুর ১২টায়।টাইটেল স্পন্সর ও কো-স্পন্সর যারা ছিলেন তারা চিত্রনায়িকা মৌসুমীর হাত থেকে পুরস্কার নেন। ২২টি স্টল ঘুরে ঘুরে দেখেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইম্যান ক্যান এর প্রতিষ্ঠাতা, বিউটি ইনফ্লুয়েন্সার ও এক্সক্লুশিয়ার কর্ণধার নম্রতা খান, মারিয়া’স বিউটি সেলুন ও জে.কে ফরেন ব্র্যান্ডের কর্ণধার মারিয়া মৃত্তিক, বিউটি এক্সপার্ট ও দি পারপেলের কর্ণধার সিলভি মাহমুদ ও আন্তর্জাতিক সনদপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট এবং মেববাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহিদা আহসানসহ অনেকে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব ইডাব্লিউ ভিলা মেডিকার ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আসিফ নূর এবং এ আয়োজনের হসপিটালিটি পার্টনার ওয়েস্টিনের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (ওয়েস্টিন) ডেনিয়েল মোহরসহ অনেকে।অনুষ্ঠান নিয়ে উইম্যান ক্যানের প্রতিষ্ঠাতা নম্রতা খান আরো বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে নিয়ে এক ছাদের নিচে এনে সম্পর্কের উন্নতি করা ছিল আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনেক ভালো সাড়া পেয়েছি আমরা। মেন্টাল হেলথ, ইন্টারপ্রেনার এর উপর সেমিনার, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। সকলে অনুষ্ঠানটি উপভোগ করেন।প্রিভে, গালা, ডিভাইন, ইংলট, নাদিয়া ফার্নিচারসহ বেশকিছু স্টল সাজানো ছিল এই জমকালো আয়োজনে। ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে সংগীতশিল্পী কনা, চিত্রনায়িকা তমা মির্জা, মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া, টয়া, মিসেস বাংলাদেশ অবনী, বাংলাদেশের প্রথম ইউটিউবার পারিজাতসহ অনেকে, যারা বিভিন্ন অঙ্গনে ভালো করছেন নারী হিসেবে তারা উপস্থিত ছিলেন।শোর কোরিওগ্রাফি করছেন মাহমুদুল হাসান মুকুল। এছাড়া পারসোনার কর্ণধার কানিজ আলমাস খানসহ ছোট ও বড়পর্দার অনেক তারকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন নাবিলা করিম। অনুষ্ঠানের কো-স্পন্সর হিসেবে ছিল ইংলট বাংলাদেশ, গালা মেকওভার সেলুন, পিউরিটি হিজাব স্টোর, আমিন জুয়েলার্স ও আলভী জুয়েলার্স।ফটোগ্রাফিতে ড্রিম ওয়েভার, গিফট স্পন্সর হিসেবে ওয়ারদা বাংলাদেশ, বিউটি পার্টনার পারসোনা, মিডিয়া পার্টনার চ্যানেল আই, ক্যানভাস, আইস টুডে ও স্পাইস এফএম এই আয়োজনে থাকছে। ইভেন্ট ডেকারেশন পার্টনার ছিল কেআরআই ইভেন্টস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %