শোবিজ ডেস্ক: সম্প্রতি প্রকাশ হয়েছে কন্ঠশীল্পি তাহমিনার ‘মেঘকান্না’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে চলছে নানামুখী আলোচনা। সেমিক্ল্যাসিক্যাল এই গানটিতে মেলোডি প্রাধান্য পেয়েছে। সুরে রয়েছে কষ্ট, অভিমান, আকুলতার সংমিশ্রিত আবেদন। যা শ্রোতাদের মধ্যে বিশেষ আলোড়ন তৈরি করেছে।
গানটির গীতিকার খুরশীদ আনোয়ার। সুরকার ও সংগীত আয়োজন করেছেন রেজওয়ান সাজ্জাদ।গানটি প্রসঙ্গে তাহমিনা বলেন, ‘আমি মূলত সবসময় শ্রোতাদের কথা মাথায় রেখেই গান করার চেষ্টা করি। ‘মেঘকন্যা’ গানটির দর্শকস্বীকৃতি আমাকে মুগ্ধ করেছে। কেউ কেউ ফোন করে ভালোলাগার কথা জানিয়েছেন। মুঠোফোনে এবং ফেসবুক মেসেন্জারেও এসেছে শুভেচ্ছাবার্তা। যা আমাকে নতুন গান সৃষ্টিতে দারুণ অনুপ্রাণিত করবে।’পারিপার্শ্বিকতা নিয়ে গান করার আগ্রহ প্রকাশ করে এ শিল্পী বলেন, ‘আমি ভালো কিছু লিরিক্স খুঁজছি। প্রেম ভালোবাসা বিরহের পাশাপাশি জীবনমুখী কিছু লিরিক্স নিয়ে কাজ করারও ইচ্ছে আছে আমার।’মেঘকন্যা গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গানে ওয়েস্টার্ন এবং ইস্টান ইন্সট্রুমেন্টের ব্যবহার দেখা গেছে। ইলেকট্রিক ড্রাম এর পাশাপাশি তবলা নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করা হয়েছে। পিয়ানো, এসরাজ, মেলোডিকা এবং গিটারের সুন্দর মেলবন্ধন ছিল লক্ষণীয়। বেইজ গিটার সেকশনও গানটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। আরও ছিল একোস্টিক ইন্সট্রুমেন্ট একোস্টিক গিটার, এসরাজ, মেলোডিকার ব্যবহার।’খুব শিগগির আরও কিছু গানের মিউজিক ভিডিও আসছে বলেও জানান তাহমিনা।
ছবি: সংগৃহীত