তাহসান- শায়লা সাবির ‘কল্পতরু’

0 0
Read Time:2 Minute, 37 Second

শোবিজ ডেস্ক:ব্ল্যাক ব্যান্ডের ভোকাল হিসেবে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেছেন তাহসান খান। এরপর ‘অফবিট’ নামের একটি নাটকে মাধ্যমে ২০০৪ সালে ছোট পর্দায় অভিনয় ক্যারিয়ার শুরু করেন তাহসান।চলতি বছরের রুপালী পর্দায়ও অভিষেক ঘটেছে তাহসানের। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ চলচ্চিত্রে অভিনয় মধ্যে দিয়ে।এ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসিতও হয়েছেন তিনি।দেশের সংগীত-অভিনয় দুই ভুবনে রয়েছে সমান জনপ্রিয় এই তারকা।সম্প্রতি নাটকে সেঞ্চুরি করলেন তাহসান। অভিনয় করলেন ক্যারিয়ারের ১০০তম নাটকে। নাম ‘কল্পতরু’।ফারিয়া কবির আভার লেখা গল্পে ‘কল্পতরু’ নাটকটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। জানা গেছে, বিশেষ এই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে ‘কল্পতরু’ নাটকের ইউনিটে ভক্তের সঙ্গে কেক কাটেন তাহসান।আরও মজার বিষয় হচ্ছে, নাটকের গল্পটি তিনি বাছাই করেছেন ভক্তদের পাঠানোর গল্প থেকে। বিষয়টি তাহসান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।তাহসান খান তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন।সেটি হুবহু  পাঠকদের জন্য দেওয়া হলো..আমার ১০০তম নাটক ‘কল্পতরু’। ১০০তম কাজটা একটু আলাদাভাবে করতে চেয়েছিলাম। ‘গ্রুপ এ’ গল্প চেয়ে একটা পোস্ট দেওয়া হয়েছিল, দুমাস আগে সেখান থেকেই বাছাই করা হয়েছে এর গল্প।এদিকে, ‘কল্পতরু’ নাটকের তাহসানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শায়লা সাবি। এ নাটকের মধ্য দিয়ে বিয়ের পর আবারও কাজে ফিরেছেন সাবি। মাসুদ উল হাসানের সার্বিক তত্ত্বাবধানে নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। এটি নির্মি ত হয়েছে ইউটিউব চ্যানেল ক্লাব-১১ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %