0
0
Read Time:1 Minute, 36 Second
তীরে এসে তরী ডুবেছে। চাঁদের মাত্র ২.১ কিলোমিটার আগে ল্যান্ডার বিক্রমের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ।
সকাল সাড়ে আটটা বেজে গেলেও এখনও কোনও সংকেত পাননি ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান ২-এর মতো চ্যালেঞ্জিং প্রকল্পে আশানুরূপ ফল না মেলায় হতাশ মহাকাশ বিজ্ঞানীরা। তবে তাঁদের হতাশ না হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চাঁদের মাটি ছোঁয়ার আগে ল্যান্ডার ‘বিক্রমের’ সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই একরাশ হতাশা ভিড় করেছে ইসরোয়।
পাশে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব বিজ্ঞানীদের সান্ত্বনার সুরে বলেছিলেন, ‘‘পাশে আছি আমি, হতাশ হও না’’।
শনিবার সাতসকালে আবারও ইসরো দফতরে এসে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দিতে গিয়ে বিজ্ঞানীদের আশ্বস্ত করলেন।
মোদী বললেন, ‘‘সকল বিজ্ঞানীর পাশে আছি। এই ব্যর্থতায় আমরা পিছিয়ে পড়িনি। ভেঙে পড়ার কিছু নেই। বিশ্বাস রাখুন নিজেদের উপর, এগিয়ে যান। দেশ আপনাদের জন্য গর্বিত। খুব শীঘ্রই নতুন সূর্যোদয় ঘটবে’’।