0
0
Read Time:1 Minute, 15 Second
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে ধ্বংসাত্মক। কারণ এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে। বুধবার আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে এটি রাশিয়ার জন্য ‘প্রকৃত বিপদ’ তৈরি করবে।
এর আগে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় একটি নিরস্ত্রীকরণ বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইউক্রেন পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে এবং রাশিয়ার এই হুমকির জবাব দেওয়ার প্রয়োজন ছিল।
তার দাবি, ইউক্রেনের কাছে এখনও সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্র প্রযুক্তির পাশাপাশি এই অস্ত্র সরবরাহের ব্যবস্থা। ‘আমরা এই সত্যিকারের বিপদ ঠেকাতে জবাব দিতে ব্যর্থ হতে পারি না’ বলেন তিনি।