শোবিজ ডেস্ক :প্রজন্মের মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা শান্তা পাল। তিনি র্যাম্প মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল ও বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি ‘মিস এশিয়া-২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।সম্প্রতি তিনি ‘কেন এমন হয়’ নামের নতুন একটি নাটকে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, নাদিয়া মিম ও পূণ্য রহমান। প্রভাত আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সুজন বড়ুয়া।এ প্রসঙ্গে শান্তা পাল বলেন, ‘কেন এমন হয়’ নাটকটির গল্প অনেক সুন্দর। আমরা সবাই অনেক পরিশ্রম দিয়ে কাজটি করেছি। এছাড়াও পারিবারিক গল্পের নাটকে আমরা বেশ আন্তরিকতা দিয়ে কাজ করেছি। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’জানা গেছে, নাটকটি শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।উল্লেখ, শান্তা ইতিমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এছাড়া বিএসআরএম, ব্ল্যাক হর্স এবং লিংকাস এর বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছেন। অন্যদিকে স্যাটেলাইট টিভি চ্যানেল যমুনা, চ্যানেল আই এবং এশিয়ান টিভিতে ‘ফেয়ার অ্যান্ড লাভলি সিলভার স্ক্রিন’ ও ‘করপোরেট’ সহ বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন তিনি।
তৌকীর আহমেদ এর সঙ্গে শান্তা পাল
Read Time:1 Minute, 59 Second