ত্রাণ দেওয়ার কথা বলে আলোচনায় মিম

0 0
Read Time:2 Minute, 20 Second

দেশব্যাপী করোনা মোকাবিলায় জাতীয় দৈনিক একটি পত্রিকায় সাক্ষাৎকার দেয় লাক্স-চ্যানেল আই সুপারস্টার  মিম। সাক্ষাৎকারে রাজশাহীতে ‘৫০০ পরিবারের দায়িত্ব নিয়েছি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এই সংবাদের ভিত্তিতে স্থানীয় কিছু সাংবাদিক মিমের মামার এলাকা রাজশাহীর ,বাঘা নারায়ানপুরে খোজ নিয়ে যানতে পারে এই ঘটনা সত্য নয়। 

নায়িকা মিমের মামার এলাকার স্থানীয় বাসিন্দারা জানায় এই ঘটনা ব্যাপারে কেও কিছু জানেও না। 

এদিকে প্রকাশিত ওই সংবাদে প্রকাশ করা হয়- চিত্র নায়িকা মিম বলেন, অনেক তারকাই করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তবে আমি শো অফ পছন্দ করি না। তাই কেউ জানেও না। এর মধ্যে রাজশাহীতে ৫০০ পরিবারের দায়িত্ব নিয়েছি। আমার মামার মাধ্যমে নিয়মিত তাদের নগদ টাকা ও খাবার দিচ্ছি। কিন্তু তার জন্য কি ছবি তুলতে হবে! মিডিয়াকে জানাতে হবে! 

এই ব্যাপারে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিমের বড় মামা চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন সাহা বলেন, যে সাংবাদিক আমার ভাগ্নির সাক্ষাৎকার ছাপিয়েছে, তিনি ভুল শুনেছেন। মিম বলেছে, ৫০০ পরিবারকে অনুদান দেবো। কিন্তু তিনি শুনেছেন দিচ্ছি।

তার মামা আরও বলেন, মিম যেটা বলেছে সেটা বাস্তবায়ন করা হবে। আমি একশ’ মানুষের তালিকা করেছি। রবিবার (৫ এপ্রিল) বিকেল থেকে পর্যায়ক্রমে তাদের চার কেজি চাল, আধা কেজি ডাল এবং এক কেজি করে আলু বিতরণ করবো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %