থাইরয়েডের উপসর্গ জানান দেবে অ্যাপেল ওয়াচ!

0 0
Read Time:2 Minute, 7 Second

এবার অ্যাপেল ওয়াচে দেখা যাবে থাইরয়েডের লক্ষণ। সম্প্রতি অস্ট্রেলিয়ার এক নার্সিংয়ের ছাত্রী টিকটকে ভিডিও শেয়ার করে ব্যবহারকারীদের এমনটিই জানিয়েছেন। তিনি ব্যবহারকারীদের উৎসাহ দিয়েছেন, অ্যাপেল ওয়াচের হার্ট রেট নোটিফিকেশন এনাবেল করতে। অ্যাপেল ইনসাইডারের এই রিপোর্ট এখন রীতিমত ভাইরাল।

টিকটকের ওই ভিডিওতে সিডনির এক নার্সিং ছাত্রী নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যেদিন থেকে তিনি অ্যাপেল ওয়াচের ফিচার এনাবেল করেছিলেন, তার থেকে আগেই করা উচিত ছিল। যেহেতু এর সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার যুক্ত তাই আরও আগেই সতর্ক হওয়া প্রয়োজন ছিল।

লরেন নামের ওই ছাত্রী আরও বলেন, কয়েক সপ্তাহ আগেই তার থাইরয়েড ধরা পড়েছে। থাইরয়েড সংক্রান্ত অনেক লক্ষণ দেখা দিয়েছে।

লরেন জানিয়েছেন, যদি তার অ্যাপেল ওয়াচের নোটিফিকেশন চালু করা থাকত তাহলে আরও আগেই তিনি বুঝতে পারতেন যে কিছু একটা সমস্যা হচ্ছে। পরিস্থিতি খারাপ হওয়ার আগে, লক্ষণ বা উপসর্গগুলো আরও বেড়ে যাওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নিতে পারতেন তিনি।

লরেন বলেন, তিনি গত বছর অক্টোবর মাসেই চিকিৎসকের কাছে যেতে পারতেন। কিন্তু অ্যাপেল ওয়াচের হার্ট রেট নোটিফিকেশন অন না থাকায় জানুয়ারি মাস নাগাদ তার থাইরয়েড ধরে পড়ে। ফলে উপসর্গও জটিল হয়ে গিয়েছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *