0
0
Read Time:1 Minute, 26 Second
শোবিজ ডেস্ক:একুশে টিভিতে আগামী ২১শে মার্চ থেকে শুরু হচ্ছে মিম চৌধুরী অভিনীত সকাল আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘খানবাড়ি বাড়াবাড়ি’। এই নাটকে খানবাড়ির একজন কইন্যার চরিত্রে অভিনয় করেছেন মিম। মূলত এই ধারাবাহিকটি একটি কমেডি ঘরানার। রচনা করেছেন ইউসুফ আলী খোকন।নাকটি প্রযোজনা করেছেন তুহিন বড়ুয়া ও কাজী রিটন।নাটকটিতে পাঁচ বোনের চরিত্রে অভিনয় করছেন মিম চৌধুরীসহ কাজল সুবর্ণ,পারসা ইভানা নিশাত প্রিয়ম, সামান্তা।এই পাঁচ বোনের গল্প নিয়েই নাটকের কাহিনী আবর্তিত। তাদের বাবার চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু। উল্লেখ্য;২০১৩ সালে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন এ পর্দাকন্যা। সেই থেকেই শোবিজে তার যাত্রা শুরু। এরপর এখন পর্যন্ত অনেক নাটকে অভিনয় করেন তিনি। অভিনয় করেন শাকিব খানের সঙ্গে ‘ভালোবাসা এক্সপ্রেস’ ছবিতেও।