শোবিজ ডেস্ক:আগুণের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন’- জনপ্রিয় এই গানটি ‘আমি সেই মেয়ে’ ছবিতে গেয়েছিলেন ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার শানু ও কবিতা কৃষ্ণমুর্তি। আর ছবিতে এ গানটিতে ঠোট মিলিয়েছিলেন জনপ্রিয় নায়ক আলমগীর ও ভারতের নায়িকা জয়াপ্রদা। এবার নতুন করে এ শ্রোতাপ্রিয় গানটিতে কন্ঠ দিলেন চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগীতার চ্যাম্পিয়ন ঝিলিক ও ক্লোজআপওয়ান তারকা কিশোর। গানটির নতুন করে সংগীতায়োজনও করেছেন কিশোর। অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে এ গানটি ভিডিওসহ প্রকাশ হচ্ছে আজ রাতে। এ গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রয় চৌধুরী। আর ভিডিওতে দেখা যাবে কিশোর ও ঝিলিককেই। এ প্রসঙ্গে ঝিলিক বলেন, এমন একটি জনপ্রিয় গান আবার নতুন করে গাইতে পেলে বেশ ভালো লাগছে।গানের সঙ্গে জড়িত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। এটি শ্রোতাদের জন্য আমার ভালোবাসা দিবসের উপহার। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। কিশোর বলেন, তুমুল জনপ্রিয় একটি গান নতুন করে কন্ঠে তুললাম আমি ও ঝিলিক। চেষ্টা করেছি নিজেদের শতভাগ দিয়েই গানটির কাজ করার। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে গানটি। অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন বলেন, চলচ্চিত্রের এ গানটি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই প্রকাশ পেয়েছিলো। এটি একটি কালজয়ী গান। এবার তরুণ প্রজন্মের কিশোর ও ঝিলিকের কন্ঠে গানটি উঠেছে। আমি মনে করে নতুন সংগীতায়োজনে এবং তাদের কন্ঠে গানটি অন্যরকম দোলা দেবে শ্রোতাদের মনে।
দর্শকমহলে ভালবাসা দিবসের উপহার দিলেন ঝিলিক
Read Time:2 Minute, 25 Second