0
0
Read Time:1 Minute, 12 Second
শোবিজ ডেস্ক:এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী শিল্পী বিশ্বাস এ সময়ের ব্যাস্ততম গায়িকা। তার ব্যস্ততার পুরোটা জুড়েই গান। স্টেজ শো, টিভি প্রোগ্রাম এবং নতুন গানে কন্ঠ দেয়া এসবেই কাটছে তার সময়।তারই ধারাবাহিকতায় শিল্পী বিশ্বাসের নতুন একটি গান মুক্তি পেল।গানটির শিরোনাম “কেন এমন হয়”। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন রাশিদুল হাসান চান্দ আর কেন এমন হয় শিরোনামের এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ।এ প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, গানটির কথা, সুর ও সঙ্গীত আমার খুব ভাল লেগেছে। আমিও আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশা করি সবার ভাল লাগবে।গানটির গত ২৬ জানুয়ারী জি সিরিজ থেকে প্রকাশ পেয়েছে।