শোবিজ ডেস্ক:মডেল, নৃত্য শিল্পী ও অভিনেত্রী লিপি। তিনি জানান;শিল্পীদের ঘরে বসে থাকা সব চেয়ে বিরক্তি কর ও অস্বস্তি কর। হাতে কিছু ভালো কাজ ছিলো নাটক, সিরিয়াল, ফটোসুট, আন্তর্জাতিক ফোক ডান্স ফেস্টিভ্যাল এ ও যাওয়ার কথা ছিল, ইজিপ্ট,তুর্কী, থাইল্যান্ড, ইউরোপ সব কাজ স্থগিত আছে কিছু কাজ বাতিল হয়েছে। কে জানতো আমাদের এই অবস্থা হবে , শিল্পিদের তো আর কোন ব্যাবসা বা চাকরি নেই, এইটাই আমাদের কাজ আমরা দর্শক কে আনন্দ দিয়েই সুখ পাই । সব কিছু সাভাবিক না হওয়া পর্যন্ত কেউই জানে না কি হবে। শিল্পীদের জন্য বাসায় থাকা সবচেয়ে অস্বস্তি করণ। কারন আমরা সবসময় মঞ্চে দাপিয়ে বেড়াই,সুটিং, সেট, টিভি দেশ বিদেশে ঘুরে বেড়াই। এগুলোর সাথেই আলাদা সম্পর্ক রয়েছে, এটা আমাদের আর একটা পরিবার আর একটা জীবন নিজেদের ব্যস্ত রাখতে পছন্দ করি ,
#সৃষ্টিশীল মানুষেরা সবসময় নতুন কিছু করার চেষ্টা করে। #সেটা নৃত্য শিল্পী, অভিনয় শিল্পী, গানের শিল্পী,চিত্র শিল্পী হোক বা ফটেগ্রাফী,ক্যমেরার শিল্পী বা যারা ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করে আমি তাদের কথা বলছি। সারা পৃথিবীর যখন করোনা পরিস্থিতি এই অবস্থা হাজার হাজার মানুষ মহামারিতে মারা যাচ্ছে তাই ঘরে তো থাকতেই হবে, আমার মনে হয় এটা এখন ফরয হয়ে গেছে তাই আমি ও কোয়ারান্টাইন অবস্থায় আছি, একমাত্র মহান আল্লাহই৷ জানেন কবে সব ঠিক হবে । সবসময় আল্লাহর কাছে দোয়া প্রার্থণা করি তিনি যেন আমাদের এই পরিস্থিতি থেকে উধ্যার করেন আমাদের মাফ করে দেন। বাসায় বসে ইবাদত এট পাশা পাশা রান্না বান্না, কাপড় ধোয়া গুছানো, সেলাই করা বই পড়া, আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ভিডিও কল দিয়ে কথা বলা, মন যেন স্থির থাকে তার জন্য অন লাইনে বন্ধুদের সাথে নাচ এর ক্লাস শুরু করেছি, নৃত্য চর্চা করছি ইয়োগা করছি, আর এখন তো রোজা ও চলে এসেছে ইনশাআল্লাহ সব গুলো রোজা রাখবো এবং মহান আল্লাহর কাছে দোয়া করবো। আমি প্রিয় শিল্পীদের বলতে চাই অনেক কাজ আছে যা আমরা জানি কিন্তুু চর্চা করা হয়নি, অনেক কাজ পড়ে আছে যা করার সময় ও পাইনি আমি বলবো এখনই সময় আমাদের হতের জমানো সব কাজ শেষ করতে পারি, নিজেদের ঠিক রাখতে হলে, শিল্প চর্চা করতে হবে, নিজেকে খুঁজে বের করতে হবে। সবার জন্য একই কথা বলবো সরকারের কথা শুনুন , ডাক্তারদের কথা শুনুনরোগ লুকাবেন না ;ঘরে থাকুন ;সুস্থ থাকুন-ভালো থাকুন।
আমরা করবো জয় একদিন।।
দর্শক কে আনন্দ দিয়েই আমাদের সুখ: লিপি
Read Time:3 Minute, 38 Second