‘দাঁড়ানো ছেলেগুলো দর্শক নয়, তারাই প্রথমে হামলা করে’

0 0
Read Time:2 Minute, 41 Second

বরগুনায় রাস্তায় ফেলে প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফ নামের যুবককে কুপিয়ে হত্যার সময় যারা পাশে দাঁড়িয়ে ছিলো তারা দর্শক নয় বলে দাবি করেছেন রিফাতের নববধূ আয়েশা সিদ্দিকা মিন্নি। বরং মিন্নির দাবি অনুযায়ী দাঁড়িয়ে থাকা ছেলেগুলোই প্রথমে হামলা করেছে।

বুধবার ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলেই ছিলেন আয়েশা সিদ্দিকা মিন্নি। তিনি একাই খালি হাতে খুনিদের নিবৃত করার চেষ্টা করেন। এ সময় হামলাকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে মিন্নি কাঁদতে কাঁদতে বলেন, অনেক চেষ্টা করেছি, কিন্তু ফিরাতে পারিনি।

মিন্নি সাংবাদিকদের বলেন, আমি কলেজ দিয়ে বের হইছি, ও (রিফাত) আমার সঙ্গে ছিল। তখন কিছু পোলাপান আইসা কী জানি বলা শুরু করছে, ‘গালি দিছো ক্যান, গালি দিছো ক্যান?’ এ রকম জানি কী। পরে আরও দু-তিনটা ছেলে আইসা কোপানো শুরু করছে। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ফিরাইতে পারি নাই।

নয়ন বন্ড ও রিফাত ফরাজী চাপাতি দিয়ে রিফাত শরীফকে কোপাতে শুরু করলে তারা পাশে দাঁড়িয়ে দেখেছিল। এরপর আমি প্রাণপণ চেষ্টা করেও রিফাত শরীফকে বাঁচাতে পারিনি।

মিন্নি বলেন, ভিডিওতে যাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ছেলেগুলো দর্শক নয়, মূলত তারাই প্রথমে রিফাত ও আমার পথ আটকে দিয়েছিল। সেই সঙ্গে তিন-চারজন রিফাতকে মারতে শুরু করেছিল। এ সময় মিন্নি এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অপরাধীদের শাস্তি দাবী করেন।

হামলার ভিডিওতে দেখা যায় ওই ঘটনার সময় আশেপাশে অনেকেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কেউ এগিয়ে আসেনি। তাদের মধ্যেই একজন ঘটনাটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। সেই পোস্টটি ভাইরাল হয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই দাঁড়িয়ে থাকা যুবকদের নিয়ে হাইকোর্টও বিস্ময় প্রকাশ করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %