দাউদকান্দিতে ভূল চিকিৎসায় মাতৃগর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

0 0
Read Time:3 Minute, 13 Second
কুমিল্লার দাউদকান্দি সদরের ফ্যামিলি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় মাতৃগর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
প্রসূতি রিয়া আক্তার (২০) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের সোলেমান প্রধানের মেয়ে এবং কুষ্টিয়া জেলার দামুরহুদা উপজেলার দর্শনা শান্তিনগর গ্রামের আমিরুল ইসলাম খোকার ছেলে কাতার প্রবাসী রাশেদু ইসলামের স্ত্রী।
নিহতের মা জয়নব বেগম জানান, ৩ জুলাই বুধবার দুপুরে সিজারিয়ান অপারেশনের জন্য ফ্যামিলি হাসপাতালে তার মেয়ে রিয়া আক্তারকে নেয়া হয়।  অপারেশন থিয়েটারে ডাঃ অপু এনেসথিয়া প্রয়োগের কিছুক্ষন  পর মেয়েটির শরীল ফুলে গিয়ে চেহারা পরিবর্তন হয়ে যায়। 
কিছুক্ষন পর জানানো হয় রোগীর অবস্থা অাশংকাজনক তাকে ঢাকা নিতে হবে।হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে প্রসূতিকে এ্যাম্বুলেন্সে উঠানোর সাথে সাথেই রোগী মারা যায়। রোগীর পরিবার অভিযোগ করেছেন, ভূল চিকিৎসায় ডাক্তার রিয়া আক্তারকে মেরে ফেলেছে। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে। রোগীর মা জয়নব বেগম অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
এব্যাপারে নিহতের মা জয়নব বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেন। 
 প্রসূতি রিয়া আক্তারের গর্ভে থাকা পুত্র সন্তানটিও মারা যায়। ৪ জুলাই বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে বাদ আসর জুরানপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-ছেলেকে দাফন করা হয়। এব্যাপারে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন বলেন, প্রসূতির মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ফ্যামিলি হাসপাতাল পরিদর্শন করেছি। ।
ইতিমধ্যে এ ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসায় যদি কোন প্রকার গাফলতি প্রমাণ পাওয়া যায়। তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %