0
0
Read Time:45 Second
রচনা বন্দ্যোপাধ্যায়- অভিষেক চট্টোপাধ্যায়। দুজনের মধ্যে ছিল না রক্তের সম্পর্ক। তবু তাঁরা ছিলেন দাদা-বোন। যোগাযোগ ছিল আত্মার, বন্ধন ছিল মনের। দাদার নিথর দেহের সামনে বসে বৃহস্পতিবার অঝোর ধারায় কেঁদে চলেছিলেন রচনা। চোখের নিচে কালি, শুকিয়ে যাওয়া জল– কোনও কিছুতেই যেন ভ্রূক্ষেপ ছিল না তাঁর। শোক কিছুটা সামলেছেন, কিন্তু ক্ষত? তা ভরাট করার সাধ্যি কার? তবু জীবন তো থেমে থাকে না…