শোবিজ ডেস্ক :বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির অান্তজাতিক বিষয়ক সম্পাদক ডাঃ ইলা জাহান নদীকে অসৌজন্যমূলক আচরণ এর কারনে তিন মাসের জন্য সমিতির কার্যনিবাহী সভার সকল কর্মকান্ড থেকে স্থগিত করেছে সমিতি।ঘটনার সুত্রপাত ডাঃ ইলা জাহান নদীর ফেসবুক টাইম লাইনে লেখা একটি স্টাটাস কে কেন্দ্র করে।
তিনি লিখেছিলেন “অনেক প্যঁচাল সবাই বাঁচাল, তবু অাশা ভালবাসা” এবং একটিভিটিতে লিখেছিলেন ফিলিং হোপ ফুল। এই প্রসংগে ডাঃ ইলা জাহান নদী বলেন, অামি মোটেও অামার সহকর্মীগণ বা কাউকেই অসম্মান করতে এটি লিখি নাই।
খুব ইতিবাচক মনোভাব নিয়েই সেটি লিখেছিলাম। একজন নবীন প্রযোজক হিসাবে অামি সিনিয়রদের অবশ্যই সম্মান করি।সমিতি থেকে জানা যায়, নবনির্বাচিত কমিটির অধিকাংশ ই বিষয়টিকে অপত্তিকর মনে করেছিলেন এবং সমিতি থেকে তাকে কারণ দর্শিয়ে একটি নোটিশ প্রদান করা হয়। মৌখিক ভাবে অনেকে ইলা জাহান নদীকে বিষয় টির জন্য দুঃখ প্রকাশ করতে পরামর্শ করেছিলেন।তার পেক্ষিতে ইলা জাহান নদী বেশ কিছু যুক্তি এবং ব্যকরণের কিছু ব্যক্ষা ও উপন্যাসের কিছু উদাহরণ উন্থাপনের পর তার পত্র মারফত অান্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছিলেন।সমিতি তাকে অারো একটি পত্র দিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে এবং পরবর্তীতে তাকে তিনমাসের জন্য সমিতির সকল কার্যক্রম থেকে স্থগিত করে।
অন্যন্য সদস্যের মাধ্যমে জানা যায় ইলা জাহান নদী তার কর্মকান্ডে দুঃখ প্রকাশ করে নাই বলেই তাকে শাস্তি প্রদান করা হয়েছে।
এই প্রসংগে ডাঃ ইলা বিস্ময় প্রকাশ করে বলেন “সম্ভাবত তারা অামার চিঠি পড়েই দেখেন নাই । প্রথম নোটিশের জবাবেই অামি স্পষ্ট বাংলায় লিখেছিলাম “অামার লেখার কারনে (উল্লেখিত ফেসবুক পোষ্ট) শ্রুতিতে অাঘাত হানার জন্য অামি অান্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
অামার প্রেরিত পত্রটি সমিতিতে অবশ্যই অাছে এবং তার অনুলিপি অফিস কতৃক স্বাক্ষরিত অবস্থায় রিসিভ কপি অামার কাছে আছে” ।
তবে অভিজ্ঞরা বলছেন নারী নেতৃত্বকে দমিয়ে রাখতে হয়ত এতটা রূঢ় শাস্তি করা হয়েছে।