দুই প্রজন্মের নৃত্যশিল্পীদের ভাবনায় এই করোনায় “যদি বেঁচে যাই “

0 0
Read Time:3 Minute, 5 Second

শোবিজ ডেস্ক:বর্তমানে বিশ্বে কভিড-১৯ নিয়ে সবার অজানার কিছুই নেই,, পূরো পৃথিবী জুড়ে সবার মাঝে অাতংক কাজ করছে…গৃহবন্দী হয়ে দিন কাটাতে হচ্ছে সকলের, মৃত্যুর ভয়ে ভয়ে সময় পার করছে সমস্ত পৃথিবীর মানুষ জন; “এ নিষ্ঠুর পৃথিবী ছেড়ে কেউ বিদায় নিতে চায় না সবাই বেঁচে থাকতে চায়” “সকলের বেঁচে থাকার প্রেরণা কাজ করে নিজের অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ মনের লুকায়িত ইচ্ছা অনিচ্ছা ভাবপ্রবণ কেউ করতে পারছে এবার কেউ পারছে না সম্পতি করোনাতে কে বাঁচবে অার কে মৃত্যুবরণ করবে অামরা কেউ বলতে পারবো না, ঠিক এ করোনার অবস্থা নিয়ে মনের ইচ্ছা শক্তির ভাব প্রকাশ করলেন দুই প্রজন্মের নৃত্য শিল্পীরা তারা এ করোনা থেকে বেঁচে গেলে কি করবে সেটা নিয়ে একটা ইন্টারভিউ ভিত্তিক একটা ভিডিও নির্মাণ করেছেন,,, এ ভিডিও নির্মাণের মূল ভাবনায় ছিলেন ইউসুফ রাতুল ( মডেল ও নৃত্যশিল্পী) এবং সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধানে ছিলেন এম,কে বাদশা ( নৃত্যশিল্পী) ফিরোজা লাবনী ( নৃত্যশিল্পী) এবং মাহফুজ কাদরী (নৃত্য শিল্পী),,, সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশের স্বনামধন্য ও বিশিষ্ট নৃত্যশিল্পী গুনিজন। তাদের কাছে অামরা অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি,,, তারা হলেন দীপা খন্দকার ( মুক্তিযোদ্ধা ও নৃত্যব্যক্তিত্ত্ব) ডলি ইকবাল( নৃত্যশিল্পী) ইভান শাহরিয়ার সোহাগ জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত নৃত্য পরিচালক ও নৃত্য শিল্পী,, ফারহানা চৌধুরী বেবী ( নৃত্য শিল্পী ও পরিচালক) মেহবুবা চাঁদনী ( নৃত্য শিল্পী ও অভিনেত্রী / জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত) সুপ্রিয়া প্রতিভা ( লাক্সতারকা ও নৃত্য শিল্পী)পাশাপাশি অংশগ্রহণে ছিলেন এম কে বাদশা (নৃত্য শিল্পী) ইউসুফ রাতুল ( মডেল ও নৃত্য শিল্পী) ফিরোজা লাবনী ( নৃত্য শিল্পী) এবং মাহফুজ কাদরী (নৃত্য শিল্পী) ,,, ধন্যবাদ সবাইকে অামারা জানাচ্ছি এতো ভালো করে নিজের অভিমত ব্যক্ত করার জন্য,,, অাশা করছি সবার ভালো লাগবে ।  সর্বোপরি; সকলকে ধন্যবাদ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %