0
0
Read Time:1 Minute, 21 Second
রিফাত রাহুল খাঁন: বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা শিরিন শিলা.।আজ অসহায় গরীব ২৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। তিনি জানান;করোনাভাইরাস প্রকোপে অন্য সকলের মত আমিও ঘরবন্দি। ঢাকায় নিজের বাসাতেই আছি। বাড়িতে বসে থাকলেও মানবিক কাজে অংশ নিচ্ছেন তিনি। আজ ২৩ রমজান রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে ২৫০পরিবারকে ইফতার সামগ্রী উপহার দিয়েছেন তিনি।এ প্রসঙ্গে তিনি আরও বলেন, গরীব অসহায় পরিবারগুলোকে আমার সাধ্যমতো খাদ্যসামগ্রী দিলাম। এমনভাবে দিয়েছি যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে।তাদের ইফতার সামগ্রী দিয়েছি উপহার হিসেবে।আমার ব্যক্তিগত উদ্যোগে আমি এটা করেছি গরীবদের মুখে হাসি ফোঁটাতে।।আরও বলেন, আমি চাই আমার মতো যাদের পক্ষে সম্ভব তারাও এগিয়ে আসবেন। সহযোগিতা করবেন সাধ্যমতো। আমরা সকলে যদি এগিয়ে আসি তাহলে মানুষ অভুক্ত থাকবেন না।