রিফাত রাহুল খাঁন: বাংলাদেশের ফ্যাশন জগতের অন্যতম ব্যস্ততম মডেল শান্তা পাল। আগামী ২৫ অক্টোবর মিস এশিয়া প্রতিযোগিতার জন্য সেরা ফাইনালিস্ট মডেল হিসেবে নির্বাচিত হওয়াতে ঢাকা ছাড়ছেন শান্তা পাল। এ সম্পর্কে শান্তা পাল স্টার নিউজ এজেন্সীকে বলেন; এশিয়া নয় আরও ৬০ টি দেশের সুন্দরীরা। যেমন: মিস অষ্ট্রেলিয়া; মিস কানাডা; মিস লন্ডন; মিস ভিয়েতনামসহ আরো দেশ অংশ নিবে । কোচিন এর ক্যারেলাতে আগামী ১ নভেম্বর গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান; নিজের দেশকে এতগুলো দেশের সামনে রিপ্রেজেন্ট করতে পারতেছি; এটাই গর্বের বিষয়।এগুলো দেশের মধ্যে অংশগ্রহণ নিয়ে চিন্তিত থাকলেও; দেশেকে ভালোবেসে দেশকে উন্নত দেশে পরিচিতি লাভ করাতে পারব এটা ভাবতেই ভালো লাগছে। ইতিমধ্যে আমার গ্রান্ড ফিনালে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে। আমি আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে নিজের সর্বোত্তম পারফর্মমেন্স করার চেস্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন; যেন আমি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। গ্রান্ড ফিনাল শেষে আগামী ২ নভেম্বর ঢাকায় ফিরবেন তিনি। উল্লেখ্য; শান্তা পাল দেশের শীর্ষস্থানীয় মডেল হাউজগুলোর মডেল হিসেবে কাজ করেছেন।
দেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবার ঢাকা ছাড়ছেন শান্তা পাল
Read Time:1 Minute, 58 Second