দেশবাসী সচেতন হলেই; করোনা মোকাবেলা সম্ভব:নিশা চৌধুরী

0 0
Read Time:2 Minute, 10 Second

 

রিফাত রাহুল খাঁন:করোনা আতঙ্ক আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও প্রশাসনের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নানাভাবে মানুষকে সচেতন করে যাচ্ছেন। নিচ্ছেন নানা পরামর্শ। এরই মধ্যে বন্ধ ঘোষণা করেছে দেশের নাটক ও চলচ্চিত্রের সমস্ত কার্যক্রম। এছাড়াও বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল অফিস আদালত। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন শোবিজে অঙ্গনের তারকারাও। তেমনি একজন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯ এর সেরাদশ এর একজন সুন্দরী নিশা চৌধুরী । তিনি করোনা সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি নিয়মিত হাত ধোঁয়ার পরামর্শ দিয়েছেন। কোয়ারেন্টাইনে কিভাবে কাটছে দিন জানতে চাইলে তিনি বলেন- ছবি অঙ্কন করি; সিরিয়াল দেখি; নামাজ পড়ি; পরিবারকে সময় দেই। মাঝে মাঝে গানও গেয়ে থাকি; নাচের অনুশীলনও করছি।আর নতুন নতুন খাবার রান্না শিখছি।দেশের এ পরিস্থিতে তিনি বলেন;।সবাই যদি বাসা থেকে বের না হয়; সামাজিক দূরত্ব বজায় রাখে তাহলে ইন শাহ আল্লাহ এ ভাইরাস থেকে মুক্ত হবো শীঘ্রই। আমাদের জন্যই প্রকৃতি আমাদের বিপক্ষে চলে গেছে। এটাকে কর্ম বলে। সবাই যা করবে ; সে তার ফল ভোগ করবে। এ অবসর সময়টাতে পরিবারকে ভালভালো সময় দিতে পারছি এবং নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।

ছবি: তাকিবুল ইসলাম সাব্বি

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %