দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল

0 0
Read Time:2 Minute, 24 Second

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের মাসে কমার পর আবারো বেড়ে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৩০ বিলিয়ন ডলার। চলতি (জুলাই-মার্চ) অর্থবছরের নয় মাসে ১৫ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এবং রেমিট্যান্স প্রবাহ এক মাস আগের তুলনায় বৃদ্ধি পাওয়ায় ৩ এপ্রিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ দশমিক ৩০ বিলিয়ন হয়েছে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) ২ দশমিক ১৬ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করার পরে গেল ৬ মার্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ৮৯ বিলিয়নে নেমে আসে। এটি গত এক বছরের মধ্যে দেশে সর্বনিম্ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রিজার্ভ দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। অথচ ছয় মাস আগেও ১০ মাসের আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে রিজার্ভ ছিল।

তবে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রেমিট্যান্সের প্রবাহ এখনও নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে। এই নয় মাসে প্রবাসীরা ১৫ দশমিক ৩০ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা ১৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

তবে ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ২৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেলেও নয় মাসে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ১৮ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, নগদ প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করার পর ধীরে ধীরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *