0
0
Read Time:1 Minute, 28 Second
করোনাকালে শিশুদের প্রতি ৩০ শতাংশ নির্যাতন বেড়েছে। গত মে মাসে দুই হাজার ১৭১ জন ও জুন মাসে দুই হাজার ৮৯৬ শিশু নির্যাতনের শিকার হয়েছে। একইসাথে বেড়েছে বাল্যবিবাহের সংখ্যা।
আজ (রোববার) শিশু ও নারীর প্রতি নির্যাতন নিয়ে জুন মাসে এক সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য জানায় মানুষের জন্য ফাউন্ডেশন।
প্রতিবেদনে আরও বলা হয়- মে মাসে ১৭০টি বাল্য বিবাহের ঘটনা ঘটলেও সেই সংখ্যা আশঙ্কাজনকহারে জুন মাসে বৃদ্ধি পেয়েছে। ৪৬২ টি বাল্য বিবাহের মধ্যে গ্রামাঞ্চলের সংখ্যাটাই বেশি ছিল।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন- করোনায় আর্থিক অনাটন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাল্য বিবাহ ও নির্যাতনের সংখ্যা বেড়েছে। এসময় নির্যাতন বন্ধে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহŸান জানান সংস্থাটি।