জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরুর প্রথম দিন আজ সোমবার পয়েন্ট অব অর্ডারের বক্তব্যে উত্তপ্ত জাতীয় সংসদ। ঘুরে ফিরে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় পার্টি ও বিএনপি দলীয় সংসদ সদস্যরা।
জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে হাহাকার অবস্থা চলছে। একই ইস্যুতে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য বলেন, কম দামে পণ্য কিনতে এক কোটি মানুষকে বিশেষ কার্ড দেয়ার আয়োজন করতে গিয়ে ব্যাহত হচ্ছে জেলা পর্যায়ের সেবা কার্যক্রম।
সোমাবারের মতো অধিবেশন সমাপ্তির ঘোষণা যখন দিচ্ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তখন পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেয়ার অনুমতি চান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, এখন নিত্যপণ্যের দাম কমেছে। ।
এর আগে সোমবার বিকাল ৫টায় শুরু হয় জাতীয় সংসদের ১৭তম অধিবেশন। এতে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হয়।