ধর্মীয় সম্প্রীতি দেখতে বাংলাদেশে যাওয়ার পরামর্শ মোদির

0 0
Read Time:2 Minute, 5 Second

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৃহস্পতিবার দিলিস্নতে তার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের মানুষ কিভাবে শান্তিপূর্ণ পরিবেশে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে বসবাস করছে তা দেখতে বিশেষজ্ঞদের বাংলাদেশে যাওয়া উচিত।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ভূয়সী প্রশংসা করে ভারত বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছে।

এছাড়া বাংলাদেশের ভূমি ব্যবহার করে সন্ত্রাসী, জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা যেন ভারতসহ অন্যান্য দেশের ক্ষতি করতে না পারে সেজন্য বাংলাদেশের নেয়া নীতির ভূয়সী প্রশংসা করেন তিনি।

 

রোহিঙ্গা ইসু্যতে ভারতের সহায়তা চাওয়া হলে দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ভারত সরকার রোহিঙ্গা সমস্যাটি ইতিমধ্যেই মিয়ানমার কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছে। ভারত মনে করে সমস্যাটি অবশ্যই সমাধান করতে হবে।

মোদি বাংলাদেশে ঠাঁই নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনের জন্য আবারও মিয়ানমারের সঙ্গে আলোচনা করবেন বলে বাংলাদেশি মন্ত্রীকে আশ্বস্ত করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %