নতুন ছবিতে তানহা মৌমাছি

0 0
Read Time:2 Minute, 18 Second

বিনোদন প্রতিবেদক: সুন্দরী গ্ল্যামার গার্ল ও ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা তানহা মৌমাছি। পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্নপ্রকাশ করেন। ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা গুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গিয়েছে। সম্প্রতি তানহা নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘ইয়েস ম্যাডাম’। ছবিটি পরিচালনা করবেন রকিবুল আলম রকিব। ছবিটি টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানার থেকে নির্মিত হবে। এটি হবে এ প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় ছবি। এতে তিন নায়ক ও তিন নায়িকা থাকবে বলে প্রযোজক মো: মিটু সিকদার জানান। খুব শীঘ্রই মহরতের মাধ্যমে বাকি অভিনয় শিল্পীদের নাম ঘোষণা করা হবে।নতুন ছবি প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ‘এটি ভালো গল্পের ছবি হবে বলে আশা রাখছি। বর্তমান যে ছবিগুলো হচ্ছে, তার চেয়ে একটু ভিন্ন প্রেক্ষাপটের ছবি এটি। আসলে ভালো একটি চিত্রনাট্য পেয়েছি। গল্প ভালো লেগেছে। যার কারণে এই ছবিতে কাজ করছি। কাজ শুরুর আগেই বলতে পারি, ভালো একটি চলচ্চিত্র হবে ‘ইয়েস ম্যাডাম। এটি ছাড়াও নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি খুব শীঘ্রই জানাবো।’ এদিকে নিমাণর্ধীন রয়েছে তানহা অভিনীত রয়েল খান পরিচালিত ‘রেড রোজ’।

ছবি: সংগৃহীত

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %