নতুন ছবিতে সূচনা আজাদ

0 0
Read Time:1 Minute, 39 Second

শোবিজ ডেস্ক:বর্তমান সময়ের ব্যাস্ততম নায়িকা সূচনা আজাদ পরিচালক ও অভিনেতা সাইফ চন্দনের ‘আব্বাস’ সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পা রাখেন। এতে তার নায়ক ভূমিকায় অভিনয় করেছেন নিরব।বর্তমানে তিনি ছোট পর্দার জন্য নানামাত্রিক গল্পে কাজ করছেন। ছোটপর্দার জনপ্রিয় নাট্যনির্মাতা অঞ্জন আইচ ‘আগামীকাল’ শিরোনামে চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্র নির্মাণে পা রেখেছিলেন। মাস দুয়েক আগে শুটিং শেষ করে বর্তমানে সেই ছবিটি আছে সম্পাদনার টেবিলে। অথচ তার আগেই দিলেন আরো একটি সুসংবাদ! প্রথম ছবি মুক্তি পেতে না পেতেই তিনি আরেক ছবির ঘোষণা দিলেন। ছবির নাম ‘কানামাছি’। প্রথম ছবির মতো দ্বিতীয়টিতেও নায়ক হিসেবে আছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন।একটা ট্যুরকে কেন্দ্র করে ‘কানামাছি’ চলচ্চিত্রের গল্প। জীবনে ভালো-মন্দ-আনন্দের যে অভিজ্ঞতা হয়, তা নিয়েই ‘কানামাছি’ চলচ্চিত্রের গল্প এগিয়ে যাবে।সূচনা আজাদের সঙ্গে আরও থাকছেন জাকিয়া বারী মম, সূচনা আজাদ এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আ খ ম হাসান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %