নতুন দুই ধারাবাহিক নাটকে শারমিন প্রীতি

0 0
Read Time:1 Minute, 16 Second

 

রিফাত রাহুল খাঁন: প্রজন্মের ব্যস্ত মডেল ও অভিনেত্রী শারমিন প্রীতি। নিজের সুনিপুণ অভিনয় দিয়ে শোবিজে অধিষ্ঠিত হতে চেস্টা করে যাচ্ছেন সম্প্রতি একই পরিচালকের নতুন দুটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। পরিচালক আদিবাসী মিজান এর পরিচালনায় “আম্মানী ” ও নানাভাই
নাটকে কাজ করেছেন। ” আম্মানী নাটকে শারমিন প্রীতি ছাড়া কাজ করেছেন মীর সাব্বির ;নাদিয়া; ফারুক আহমেদ ; শামীমা নাজনীন; কামাল হোসেন বাবর;বড়দা মিঠু; সাঈদুর রহমান পাভেল; মনিরা মিঠু; নাবিলা ইসলাম; সাজু খাদেম প্রমুখ। এছাড়া শারমিন প্রীতি বলেন; নাটক দুটো তে কাজ করে বেশ ভালো লেগেছে। আম্মানী নাটকে প্রথম

আর ৬ পর্বে তাকে দেখা যাবে।এছাড়া তিনি বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল হিসেবেও বেশকিছু কাজ করেছেনন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %