0
0
Read Time:1 Minute, 22 Second
রিফাত রাহুল খাঁন;শোবিজ ডেস্ক :নতুন বছর উপলক্ষ্যে ৭ পর্বের নাচের বিশেষ আয়োজন করেছে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত। নাম ‘সাত রঙের ছন্দে’। আর এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন একঝাঁক জনপ্রিয় সব তারকারা।তারা হলেন নৃত্যশিল্পী হৃদি শেখ;চিত্রনায়িকাআইরিনসুলতানা,আঁচল,মেহজাবিন,নাদিয়া,চাঁদনী,হিমি, সিনথিয়া ইয়াসমিন, মন্দিরা, বারিশ হক, পারসা ইভানা, মিম চৌধুরী, ঐশী, নোমিরা, রুমা, ইমি, জলি, রথিসহ অনেকে।অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. ইমরান আলী। এতে নৃত্য পরিচালনার দায়িত্ব পালন করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।দীপ্ত টিভির জনসংযোগ কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, নতুন অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এই আয়োজন। কারণ এতে অংশ নিয়েছেন জনপ্রিয় সব তারকারা। এর প্রতিটি পর্বে থাকছে ৪টি করে আধুনিক নাচ। এগুলোতে অংশ নিয়েছেন দেশের বেশিরভাগ টেলি তারকা।
ছবি: সংগৃহীত