রিফাত রাহুল খাঁন:প্রজন্মের অন্যতম ব্যস্ততম নৃত্যশিল্পী ; মডেল ও অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন। শোবিজ অঙ্গনে নিজের প্রচেস্টায় কাজ করে অধিষ্ঠিত হয়েছেন আপন মহিমায়। তারই ধারাবাহিকতায় তিনি সম্প্রতি উওরার মন্দিরা শুটিং হাউজে বিজ্ঞাপন নির্মাতা আজমান রুশোর পরিচালনায় “ন্যাশনাল হাউজিং হোম লোন” এর বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন করেছেন। এ প্রসঙ্গে সিনথিয়া ইয়াসমিন বলেন; ভালো কনসেপ্ট বা গল্প পেলে বিজ্ঞাপনের কাজ হাতছাড়া করিনা।এ কাজটি বেশ ভালো মানের কাজ কাজটি করে ভীষণ ভালো লেগেছে। আশা করছি; খুব শীঘ্রই বিজ্ঞাপনটি প্রচারে আসবে । পিনহুইল ফিল্ম প্রোডাকশন হাউজের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে।
বিজ্ঞাপনটি তার বিপরীতে কাজ করেছে আদর -আজাদ। উল্লেখ্য; সিনথিয়া ইয়াসমিন গত ১০ তারিখে রংপুরে “মহুয়া’র ১১তম পরিবেশনা সফলভাবে সম্পন্ন করেছেন। গতকাল স্টার সিনেপ্লেক্স এর ১৫ বছর পূর্তি ও মহাখালীতে ৩য় শাখার উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি ফ্যাশন শো তে অংশ নিয়েছেন।আজ ২০ তারিখ রাজধানী বনানীতে একটি গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে অংশ নিবেন। এছাড়া নাটক-টেলিফিল্মেও বেশ ব্যস্ততম সময় পার করছেন। জানা গেছে; আগামী ২৯ তারিখে জাতীয় জাদুঘরে এজেএফবি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তিনি নাচের পারফর্ম করবেন।