নতুন বিজ্ঞাপনে সোহানা অলিভা

0 0
Read Time:2 Minute, 36 Second

শোবিজ ডেস্ক: প্রজন্মের অন্যতম ব্যস্ত মডেল সোহানা অলিভা।শোবিজ অঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করছেন।।  সম্প্রতি তাকে দেখা যাবে বিখ্যাত কফি ব্র্যান্ড “রয়েল ক্যাফে” টিভি বিজ্ঞাপনে।বিখ্যাত কফি ব্র্যান্ড “রয়েল ক্যাফে” তাদের ব্র্যান্ডকে দেশের প্রতিটি গ্রাহকের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রথমবারের মতো টেলিভিশন বিজ্ঞাপনে যাচ্ছে প্রতিষ্ঠানটি । স্ক্যানসন পিআর এর মাধ্যমে কালারবার ফিল্মস এর ব্যানারে নির্মিত হচ্ছে বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা ফাহাদ খান। ইতিমধ্যে বিজ্ঞাপনের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে ।প্রয়াস গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান প্রয়াস ইন্টারন্যাশনাল লিমিটেড এর বিখ্যাত কফি ব্র্যান্ড “রয়েল ক্যাফে”।

 

২০১৫ সাল থেকে কফি ব্র্যান্ডটি সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। শুরু থেকেই ব্র্যান্ডটি মিনি প্যাক, জার, এবং প্যাকেটজাতদ্রব্য এর মাধ্যমে পণ্য বাজারজাত করে আসছে। এখন পর্যন্ত রয়েল ক্যাফে এর প্রায় ৭ টির ও বেশি ব্র্যান্ড রয়েছে। গুণগত মানের স্বাস্থ্যসম্মত পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়াই বিখ্যাত কফি ব্র্যান্ড “রয়েল ক্যাফে”এর মূল লক্ষ্য।এই বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে সোহানা অলিভা বলেন; কফি বরাবরই আমার খুব পছন্দের এবং একটি ভিন্নধারার গল্পের উপর নির্মিত হয়েছে এই বিজ্ঞাপনটি।

আর তাই আমি স্ক্রিপ্ট হাতে পাওয়ার পরই কোনো কিছু না ভেবে অভিনয় করতে রাজি হয়ে যাই। আশা করি “রয়েল ক্যাফে” এর পণ্য এবং বিজ্ঞাপন দুটোই দর্শকদের কাছে ভালো লাগবে। এছাড়া তিনি রবির বিজ্ঞাপনেও কাজ করেছেন সেটিই শীঘ্রই প্রচারে আসবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %