শোবিজ ডেস্ক:প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর নতুন মিউজিক্যাল ফিল্ম “শর্তসাপেক্ষে প্রেম”। সালাম খোকন এর কথা ও সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাশেদুল কয়েছ।গত শুক্র ও শনিবার গাজীপুরের পূবাইলস্থ বিলবিলা শুটিং হাউজে মিউজিক্যাল ফিল্মটির চিত্রধারণ করা হয়।
এম. এইচ রিজভীর পরিচালনায় ও সাখায়াত হোসেন সাকিব এর চিত্রগ্রহণে মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন- জামশেদ শামীম, তারেক মাহমুদ, শান্তা পাল, সাজ্জাদ চৌধুরীসহ আরোও অনেকে।এ প্রসঙ্গে সঙ্গীত শিল্পী কাজী শুভ বলেন ”সালাম খোকনের কথা ও সুরে ”শর্ত সাপেক্ষে প্রেম” শিরোনামে গানটির মধ্যে আশা করি শ্রোতারা ভিন্ন স্বাদ পাবেন
।
চমৎকার কাহিনী দিয়ে মিউজিক্যাল ফিল্মটি সাজানো হয়েছে যা দর্শক শ্রোতাদের মন কাড়বে বলে আমার বিশ্বাস “।মিউজিক্যাল ফিল্মটির পরিচালক এম এইচ রিজভী বলেন ”এবারই প্রথম কাজী শুভ ভাই এর সাথে কাজ করলাম।
গানটির কথা, সুর, সঙ্গীতায়োজন ও কাজী শুভ ভাই এর অসাধারণ গায়কী সব মিলিয়ে আমি গানটির প্রেমে পড়েছি। অভিনয় শিল্পীসহ সকল কলা কুশলীগণের সার্বিক সহযোগিতায় একটি ভাল কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আশা করি কাজটি দর্শক শ্রোতাদের মন জয় করবে।
এ প্রসঙ্গে শান্তা পাল জানান;বেশ চমৎকার একটি গল্পের মিউজিক্যাল ফিল্ম সম্পন্ন করলাম। কাজটি করে ভীষণ ভালো লেগেছে। আশা করবো; দর্শকদেরও ভালো লাগবে।প্রকাশ থাকে যে, মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হবে “কলেরগান মাল্টিমিডিয়া’র” অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।