শোবিজ ডেস্ক :জনপ্রিয় অভিনেতা ও সংগীত শিল্পী তাহসানের নতুন গানের ভিডিওচিত্রের মডেল হলেন ‘সেরা নাচিয়ে’ খ্যাত সিনথিয়া ইয়াসমিন। ‘আমি ভালো আছি’ শিরোনামের গানটি প্রকাশ করবে সিএমভি। সিকিমে ভিডিওচিত্রের শুটিং হয়েছে।গানটি প্রসঙ্গে সিনথিয়া বলেন, গানটি শ্রুতিমধুর। গানটি আমার ভালো লেগেছে। কাজ করে শান্তি পেয়েছি।ভিডিওচিত্র প্রসঙ্গে তিনি বলেন, এই ভিডিওচিত্রে আমার সহশিল্পী ইমরান খান। গল্পে একটি বাচ্চা মেয়ে থাকে আমার। ভিডিওচিত্রে দেখা যাবে মিডিয়াতে কাজ করতে গিয়ে একদিন তারকা হয়ে যাই আমি। সংসারে সময় না দেয়ায় তা ভেঙে যায়।’আমি ভালো আছি’ শীর্ষক গানটির কথা লিখেছেন মেহেদি হাসান লিমন, সংগীত আয়োজনে ছিলেন নাহিদ নোমান অরূপ। ভিডিওচিত্র পরিচালনা করেছেন তানভির শেজাদ। জানা গেছে শীঘ্রই গানটি প্রকাশ্যে আসবে।প্রসঙ্গত, সিনথিয়া সম্প্রতি দুটো বিজ্ঞাপনের কাজ করেছেন। এছাড়াও ব্রাইডাল শুট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
ছবি: সংগৃহীত