নবাগত রিদ্ধিয়া মিডিয়াতে প্রতিষ্ঠিত হতে চান

0 0
Read Time:2 Minute, 9 Second

শোবিজ ডেস্ক:রিদ্ধিয়া আহসান সুমাইয়া মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যানে ফিরোজা আইডিয়াল স্কুলে পড়াশুনা করে। তিন বোন ও বাবা-মা নিয়ে তাদের একটি সুখের পরিবার। রিদ্ধিয়া আহসান সুমাইয়ার ছোট বেলা থেকেই স্বপ্ন সে একজন বড় ধরনের মডেল হবে ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করবে। রিদ্ধিয়া আহসান সুমাইয়া টোকাইল নাট্য দলের চেয়ারম্যান সাজু মেহেদীর হাত ধরে সংস্কৃতিক অঙ্গনে এসেছিলেন। তার হাত ধরে সেই ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ করতে চায়। ১৭ বছর বয়সে সে এই পর্যন্ত বিভিন্ন মিউজিক গানে অভিনয় করে দর্শকের নজর কেড়েছে। কিছুদিন পূর্বে সে ভার্জিন পোলা নামে একটি মিউজিক গানে অভিনয় করছে। আর এই মডেল হওয়ার ব্যাপারে রিদ্ধিয়া আহসান সুমাইয়ার সাথে কথা বললে তিনি এই প্রতিবেদককে জানায় আমি ছোট বেলা থেকেই বিভিন্ন মডেল কে অনুসরন করে আসছি। আর আমার এই মডেল হওয়ার জন্য আমার বাবা-মা আমাকে অনেক সহযোগীতা করে। আমি বেশ কিছু নাটকে এই পর্যন্ত কাজ করেছি। ভবিষ্যতে আরও বড় কোন জায়গায় কাজ করতে চাই । তার জন্য দেশ বাসীর কাছে আমি দোয়া চাই। আমি অতি শীঘ্রই বর্তমান ঘটে যাওয়া কিছু অপরাধ মূলক কার্যক্রমের বিষয়গুলোকে নিয়ে একটি ক্রাইম সিনে মূল চরিত্রে অভিনয় করব এবং বিভিন্ন পত্রিকায় বিনোদন পাতায় কাজ করার ইচ্ছা জানান। আমি রিদ্ধিয়া আহসান সুমাইয়া অনেক বড় একজন মডেল হয়ে সবার নজর কারবো বলে আশা করি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %