নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

0 0
Read Time:2 Minute, 24 Second

নরসিংদী শহরের বটতলা এলাকায় রেলক্রসিংয়ে আজ রোববার ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁর বয়স ৫৫ বছরের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরনে ছিল হালকা নীল রঙের ম্যাক্সি ও সালোয়ার। নিহত নারীর পরিচয় জানার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বটতলা রেলক্রসিং অতিক্রমের সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এ সময় ওই নারী অসতর্কভাবে হেঁটে রেলক্রসিং পার হচ্ছিলেন। দুর্ঘটনায় তাঁর শরীরের বুকবরাবর দ্বিখণ্ডিত হয়ে যায়। এ ছাড়া তাঁর এক পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেক পা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা এসে তাঁর আঙুলের ছাপ নিয়ে যান। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, ‘হেঁটে রেলক্রসিং পার হওয়ার সময় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে ওই নারীর মৃত্যু হয়। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছি আমরা। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *