নরসিংদীতে পাসপোর্ট করার সময় রোহিঙ্গা তরুণী আটক

0 0
Read Time:1 Minute, 26 Second

অনলাইন ডেস্কঃ


নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভূয়া পরিচয় ও জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট করার সময় দালালসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ জুন) দুপুরে পাসপোর্ট অফিসে জাল কাগজপত্র জমা দেওয়ার সময় তাদের আটক করা হয়।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত রোহিঙ্গা তরুণী ইয়াছমিন আক্তার (২০) ও দালাল ইমান আলীকে (৪০) পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ রোহিঙ্গাদের ফেরাতে মুসলিম দেশগুলোর কার্যকর ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি আরও জানান, নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দেওয়ার সময় তাদের কথাবার্তা ও চালচলনে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ওই তরুণী নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে এবং দালাল ইমান আলী লক্ষীপুরের রায়পুর উপজেলার লুদুয়া গ্রামের তরিক আলীর ছেলে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %