0
0
Read Time:1 Minute, 17 Second
নাটোরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
শ্যাম কুমার নন্দী:, নাটোর প্রতিনিধি :
নাটোর সিংড়ায় পানিতে ডুবে ৬ বছরের দুই শিশুর মৃত্য হয়েছে।
স্হানীয় সূএে জানা যায়, আজ দুপুরে ইটালী ইউনিয়নের বনকুড়ি গ্রামের আলী আকবরের ছেলে আরাফাত ও আমিনুলের ছেলে নূর নবী বাড়ির পাশে খেলা করতে করতে নিখোঁজ হয়।
তাদের দুই জন কে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি আরম্ভ করে।
পরিবারের লোক জন বাড়ির পাশের পুকুরে তল্লাশী চালিয়ে সেখান থেকে ২ জনের মৃত্যু দেহ উদ্ধার করা হয়।
নিহত ২ শিশু সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই হয়। এ ঘটনায় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিকি জানান, খেলা করতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।