রিফাত রাহুল খাঁন:গত ৮ ফেব্রুয়ারি সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম আয়োজন করেছিল সিটি আলো বসন্ত মেলা। মেলাটি চলছিল ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
(স্টাইলিশ মি স্টলে ঘুরে দেখেন শান্তা)
মেলাটি চলছিল সিটি আলো সেন্টার, শান্তা স্কাইমার্ক ফার্স্ট ফ্লোর, ১৮ গুলশান এভিনিউ। দুইদিনের এই মেলা একটা প্রচার মাধ্যম যেখানে নারী উদ্যোক্তারা তাদের সৃষ্টিকর্ম তুলে ধরছেন।
( সেরিন’স স্টোর এ ঘুরে দেখেন শান্তা)
এ মেলায় জনপ্রিয় উপস্থাপিকা শান্তা রহমান বরাবরের মতো নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন। শান্তা পুরো আয়োজন ঘুরে ঘুরে দেখেন ও কেনা-কাটা করেন। শান্তা আলাপকালে বলেন, আমি নারী উদ্যোক্তাদের সবসময় উৎসাহ দেয়ার চেষ্টা করি। তাদের এগিয়ে যাওয়ার চেষ্টাকে সাধুবাদ জানাই।শান্তা যোগ করে বলেন, এখানে অনলাইনে যারা ব্যবসা করছেন তারা এসেছেন। তাদের পণ্যগুলো দেখলাম। সাধ্যের মধ্যে তারা মান ঠিক রাখার চেষ্টা করেছে। তাদের জন্য শুভকামনা রইলো।প্রসঙ্গত, শান্তা চ্যানেল আইতে অনুষ্ঠান সঞ্চালনা করছেন।
ছবি: সংগৃহীত