নারী-শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধে সক্রিয় হচ্ছে সার্কের টোল ফি হেল্পলাইন

0 0
Read Time:1 Minute, 59 Second

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নারী ও শিশু পাচারসহ সব ধরনের নির্যাতন বন্ধ এবং প্রতিরোধে এগিয়ে এসেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের উদ্যোগে সার্কভুক্ত দেশগুলোতে টোল ফ্রি হেল্প লাইন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান যৌথভাবে কাজ করবে। এ জন্য ৪০ লাখ মার্কিন ডলারের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সার্ক দেশগুলোর নারী ও শিশুদের সহায়তায় তৈরি এ হেল্পলাইন প্রকল্পের লাইন ডিরেক্টর ড. আবুল হোসেন। তিনি জানান, এ সেলের অফিস ভুটানে, সেখানে সব দেশেরই প্রতিনিধি রয়েছে। ভুটান থেকেই সবগুলো দেশের সার্বিক পরিস্থিতি মনিটরিং এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। যেসব দেশে এই সার্ভিসটি নেই সেসব দেশে এটি চালু করার জন্য সকল ধরনের সুবিধা দেয়া হচ্ছে। সার্কেও কোন দেশে নারী ও শিশু নির্যাতন হলে তাৎক্ষনিকভাবে এ হেল্প লাইনের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেয়া হচ্ছে সক্ষমতা বৃদ্ধির পরামর্শ এবং ইকুইপমেন্টসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তা। এতে করে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নারী ও শিশুর অধিকার সুরক্ষাবলয় আরও কার্যকর হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *