নায়িকা রোজিনার উদ্যোগে নির্মিত হলো মসজিদ

0 0
Read Time:2 Minute, 39 Second

৮০’র দশকের জনপ্রিয় নায়িকা রোজিনার উদ্যোগে নির্মিত হলো রাজকীয় নকশার এক দৃষ্টিনন্দন মসজিদ। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে তুরস্কের নকশায় মায়ের নামে এই মসজিদ নির্মাণ করেন এই নায়িকা। তার শৈশবের স্মৃতি বিজড়িত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নির্মিত এই স্থাপনার নাম রেখেছেন ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’।

শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের মধ্যদিয়ে এই মসজিদের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

উদ্বোধন শেষে রোজিনা বলেন, ‘প্রায় দুই বছর সময় লেগেছে এই মসজিদের কাজ শেষ করতে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না এখন। তবে আমার সমস্ত অনুভূতিজুড়ে এই গোয়ালন্দ বিরাজ করে। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদটি নির্মাণ করেছি।’

রোজিনার ইচ্ছা, মসজিদের পর সেখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তাও রয়েছে তার।

দশ গম্বুজ খাদিজা জামে মসজিদদশ গম্বুজ খাদিজা জামে মসজিদ
১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে পার্শ্বচরিত্রে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা। এরপর ১৯৭৮ সালে ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। ছবিটি হিট করায় রোজিনাকে আর ফিরে তাকাতে হয়নি। অভিনয় করেছেন দুই শতাধিক ছবিতে।

গত বছর (২০২১) রোজিনা সরকারি অনুদান নিয়ে নির্মাণ করেন সিনেমা ‘ফিরে দেখা’। পরিচালনায় এটাই তার প্রথম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *