নিজেকে সামলে নিলেই গোটা দেশ ও জাতিকে সামলে নেওয়া সম্ভব: ফয়সাল তুষার

0 0
Read Time:6 Minute, 38 Second

শোবিজ ডেস্ক:গোটা বিশ্বের সকলের জন্য এই মুহূর্তে একটি ই আলোচ্য বিষয় এবং একটি ই ভয়াবহ বিপদ আর তা হল “করোনা ভাইরাস”।এটি আমন এক অদেখা শত্রু যার বিরুদ্ধে যুদ্ধ করা টা অসম্ভব কিন্তু তার মানে এই না যে জুদ্ধে নামতে না পেরে আগেই পরাজিত হয়ে বসে পরব। আল্লাহ বিপদ যেমনি দেন ঠিক তেমনি বিপদ থেকে রক্ষা পাবার উপায় ও তিনি ই দিয়ে দেন। ভয় ও ক্রোধ মানুষ এর চিন্তা শক্তি কে গ্রাস করে। এইক্ষেত্রে ক্রোধ এর যহেতু কোনও অবকাশ নেই সেহেতু ভয় ই আপনার /আমার স্বাভাবিক চিন্তা শক্তি কে গ্রাস করবে সুতরাং ভয় পাওয়া চলবে না একেবারেই। ফ্যাশন স্টাইলিস্ট এবং কোরিওগ্রাফার ফয়সাল তুষার জানান;করোনা বিপদ হিসাবে যত টা বড়, করোনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার উপায়গুলো কিন্তু তত টাই সহজ। কিন্তু, যেহেতু আমরা সহজ কাজ করতে ভালবাসি না তাই নির্দ্বিধায় প্রতিদিন নিয়ম করে করনা ছড়িয়ে বেড়াচ্ছি অথবা নিজ দায়িত্বে করোনা আক্রান্ত হছছি। *নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা *অকারনে বাহিরে বের না হওয়া *বিশেষ প্রয়জনে বাহিরে বের হলে নিদিষ্ট সামাজিক দুরত্ব বজায়ে রাখা *অবশ্যই ফেস মাস্ক এবং হ্যান্ড গ্লভস ব্যাবহার করা *বাহিরে থেকে বাড়ি ফেরা মাত্র পরিধিত জামা কাপড় ও জুতা ভালভাবে ধুয়ে ফেলা এবং সাবান দিয়ে খুব ভালভাবে গোসল করে ফেলা

*গরম খাবার খাওয়া এবং একটু গরম পানি পান করা *প্রচুর ভিটামিন সি এবং লিকুইড খাবার খাওয়া *কিছুক্ষণ পর পর হাত ধোয়া এবং হ্যান্ডস্যানিটাইজার ব্যাবহার করা ।*অন্যান্য সময়ের তুলনায় নিজেকে ও নিজের পরিবার এর মানুষ গুলো কে আর একটু বেশি সাবধানে রাখা *অযথা চোখে নাকে মুখে হাত না দেয়া *জ্বর, ঠাণ্ডা্‌ গলা ব্যাথা ,মাথা ব্যাথা ও শ্বাসকষ্ট এই ৫ টা উপসর্গ দেখা দিলে প্রথমে ভয় না পেয়ে বাড়ি তে প্রাথমিক চিকিৎসা করে যাওয়া আর তার পরেও এসব যদি ক্রমাগত বারতে থাকে তাহলে অবশ্যই ডাক্তার এর সাথে যোগাযোগ করা ।এই কয়েকটা মাত্র কাজ কি করা খুব কঠিন?? যদি তা না ই হয় তাহলে প্রতিদিন ৩০৯, ৪১৮, ৫০৩ এই সংখ্যা গুলো রোজ রোজ কিভাবে আসে ?? সাধারণত ক্যান্সার বা এইডস কে আমরা প্রাণঘাতী বলে জানি।কিন্তু এই দুটোর একটি ও ছোঁয়াচে না। করোনা কিন্তু সাধারণ কোন ভাইরাস না যেইটা ছোঁয়াচে না অথবা ছোঁয়াচে হলে ও কোনও অসুবিধা হবে না । উপসর্গ দেখা দিলে তা লুকাবেন না এবং ভয় পাবেন না। করোনা সেই প্রাণঘাতী ভাইরাস যা ছোঁয়াচে এবং একজন এর মাধ্যমে আরেকজন এর কাছে গেলে সেইটা তার মৃত্যুর কারন ও হয়ে দাড়াতে পারে। সবার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এক নয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য করোনা কিন্তু সত্যি প্রাণঘাতী। সুতরাং , প্রত্যেকের নিজের স্বার্থে না হলেও নিজের পরিবার পরিজন দের স্বার্থে হলেও নিজের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করা। একজন নাগরিক এর দৃষ্টিকোণ থেকে বলতে গেলে দেশ হচ্ছে নিজ গ্রীহ আর দেশের মানুষ নিজ পরিবার। সুতরাং নিয়ম অমান্য করে আর অবহেলা করে আপনি যে শুধু নিজেকে খতিগ্রস্থ করছেন তা কিন্তু নয় , আপনি নিজের সঙ্গে খতিগ্রস্থ করছেন নিজের পরিবার কে তথা গোটা দেশ কে। একবার ভেবে বলুন তো এমনটা করার কোন মানবিক, সামাজিক অথবা ধর্মীও অধিকার কি আপনার আছে ?? এই কথা গুলো বুঝবার জন্য আপনাকে শিক্ষিত হতে হবে না। শুধু মানবতা বোধ থাকলেই হবে। আপনি যেই ধর্মের ই হন না কেন কোনও ধর্মেই অননের ক্ষতি বা প্রাণহানি করার অনুমতি দেয় না। সুতরাং আমরা সকলেই মানবিক, সামাজিক এবং ধর্মীও দৃষ্টিকোণ থেকে একে অপরকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে বাধ্য । কোন প্রকার অবহেলা বা নিয়ম অমান্য করার আগে একবার ভেবে দেখবেন সেই সকল আর্মি অফিসার ও পুলিশ অফিসার দের কথা যারা নিজের কথা নিজের পরিবার পরিজন দের কথা না ভেবে এইরকম প্রতিকুল অবস্থায় রাজপথে নেমে রাজপথে থেকে আপনার/আমার নিরাপত্তা নিশ্চিত করছহে। একবার ভেবে দেখবেন সেই সকল ডাক্তার/ নার্স দের কথা যারা জীবনের অনিশ্চিত ঝুঁকি নিয়ে ক্রমাগত আপনার / আমার চিকিৎসা ও সেবা প্রদান করে যাচ্ছেন । মনে রাখবেন তারা ও ঠিক আপনার / আমার মত মানুষ। তাদের ও আছে পরিবার পরিজন অথবা হতে পারেন তারা আপনার / আমার পরিবার এর ই কেউ একজন। এইসব কথা ও যদি ভেবে না দেখেন এবং এতকিছু জেনে ও যদি নিজেকে সামলে না নিয়ে সংযত না করে আপন মনে আপন তালে চলতে থাকেন তাহলে অনুরধ আপনাদের কে্‌ , আপনারা আর নিজেদের কে আর মানুষ বলে দয়া করে পরিচয় দেবেন না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %