নিজেদের সংখ্যালঘু ভাববেন না, হিন্দুদের প্রতি প্রধানমন্ত্রী

0 0
Read Time:3 Minute, 47 Second

এই দেশে জন্মগ্রহণ করে কেন নিজেদের সংখ্যালঘু বলবেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্মাষ্টমী উপলক্ষে বুধবার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি হিন্দুদের সংখ্যালঘু না ভাবার আহ্বান জানান। 

গণভবনের মাঠে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের নেতারা ছাড়াও সারাদেশ থেকেই সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আমার একটা অনুরোধ থাকবে। আপনারা জানি না কেন বারবার নিজেদের সংখ্যালঘু সংখ্যালঘু বলেন। আপনারা কি এই রাষ্ট্রের নাগরিক না? আপনারা কি এই দেশের মানুষ না? এটা আপনার জন্মভূমি না?

‘এটা আপনাদের জন্মভূমি। তাহলে আপনারা নিজেদের ছোট করে এইভাবে সংখ্যালঘুভাবে দেখবেন কেন? এখানে সকলের সমান অধিকার রয়েছে। আমি সব সময় এটা শুনি, আমার কাছে খারাপ লাগে আপনারা নিজেদের কেন এভাবে খাটো করে দেখবেন। বাংলাদেশ আমাদের সকলের।’

‘কেন নিজেদের মধ্যে এই বিশ্বাস থাকবে না? অন্তত আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে, কখনো আমরা ওই রকম ব্যবধান করে আমরা দেখি না।’ 

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘যখন মহান মুক্তিযুদ্ধে সকলে অংশগ্রহণ করেছে, যখন বুকের রক্ত ঢেলে দিয়েছে, এক ভাইয়ের রক্ত আরেক ভাইয়ের রক্তের সঙ্গে মিশে গেছে। সেই রক্তকে ভাগ করতে যাইনি, ভাগ হতে পারে না।’

‘এই বাংলার মাটিতে যেহেতু আমরা সকলে এক হয়ে বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, কাজেই এখানে সকল ধর্মের সমান অধিকার থাকবে।’

তিনি বলেন, ‘আমাদের শরণার্থীরা যখন ভারতে আশ্রয় নিল তখন তো তারা দেখেনি কে হিন্দু আর কে মুসলমান। সকলের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে।’

‘আমরা সব সময় বিশ্বাস করি, যার যার ধর্ম সে সে পালন করবে। ইসলাম ধর্মও সে শিক্ষা দেয়। আমরা মনে করি সব ধর্মেই এ কথা বলা আছে। প্রত্যেকটা ধর্মই শান্তির বাণী শুনিয়েছে।’

স্বাধীনতার পর বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধান প্রণয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা যে সংবিধান আমাদের দিয়েছিলেন, সেই সংবিধানে কিন্তু সেই কথাই বলে হয়েছিল।’

সংবিধানের চার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %