নিজের জায়গা থেকে অসহায়দের সহযোগিতা করছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী রুহী

0 0
Read Time:2 Minute, 30 Second

রিফাত রাহুল খাঁন:বর্তমান প্রজন্মের ব্যস্ততম নৃত্যশিল্পী নুশরাত জান্নাত রুহী। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। বিশ্বে বিরাজিত লকডাউন কিভাবে কাটছেন এ প্রসঙ্গে তিনি বাংলানিউজপিকে বলেন; আমি আগে থেকেই বাসায় সময় কাটতে খুব পছন্দ করি। আমি একটু সময় পেলেই বাসায় থেকে নিজের কিংবা সহ অভিনয়শিল্পীদের অভিনীত নাটক দেখতে পছন্দ করি। এছাড়াও মুভি দেখি, বই পড়ি। তাই এই লকডাউনের সময়টাতে আমি প্রচুর নাটক দেখছি, দেশি-বিদেশী মুভি দেখছি, ওয়েব সিরিজ দেখছি এবং বই পড়ছি। আর এই সময়টাতে আমার বাসায় বেশকিছু কাজ জমে ছিল। যেমন রুম গোছানো এবং বাড়ির ছাদ বাগানের যত্ন নেয়া। সেটা করছি রুটিন মাফিক। আমার রুমের সামনের বারান্দাটায় বেশকিছু ফুলের টপ লাগিয়েছি, আমাদের ছাদে রয়েছে নানান ধরনের ফুল ও ফলের বাগান। সেগুলোর অনেক যত্ন নিয়েছি। নিয়মিত ইয়োগা ও শরীরচর্চা করছি। নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত এবং রোজাও রাখছি। এছাড়াও আমার বাসার আশাপাশের কিছু কুকুরকে নিয়মিত রান্না করে খাওয়াচ্ছি। যারা সবসময় আমার বাসার সামনেই বসে থাকে। আমার পোষা দুটি বিড়াল রয়েছে (গ্রেসি ও চিজ) তাদেরকেও যত্ন নিচ্ছি। এতোকিছু করে আমার আসলে সময়টা খারাপ কাটছে না। ‘এছাড়াও আমার আশপাশের কিছু নিম্ন আয়ের পরিবারকে নানানভাবে সহায়তা করেছি। কাউকে টাকা দিয়ে, কাউকে খাবার দিয়ে নিজের জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি। সামনে আরো বেশ কয়েকটি পরিবারকে সহায়তা করার পরিকল্পনা চলছে। আমার পরিবার এবং কাছের বন্ধু-বান্ধব মিলে একটা ফান্ড কালেক্ট করছি। খুব শিগগিরই অসহায় মানুষদের জন্য এই সাহায্য-সহযোগিতা করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %